চিরুনি দিলেই ঝরছে চুল? এই ঘরোয়া টোটকাতেই মিটবে সমস্যা, লাগবে না দামী ওষুধ

Published by: ABP Ananda

বর্ষা এলেই অনেকের বেড়ে যায় চুল ঝরে পড়ার সমস্যা।

মাথায় চিরুনি দিলেই উঠে আসে গুচ্ছ গুচ্ছ চুল। ফাঁকা হতে থাকে চুলের গোছ

আয়ুর্বেদিক থেকে শুরু করে দামী অ্যালোপেথির ওষুধ। চুল পড়া থামাতে খরচেও লাগাম থাকে না।

এত কিছু লাগবে না। চুল পড়া থেকে বাঁচতে রান্নাঘরে বা ভাঁড়ার ঘরে একটু উঁকি দিন

পেঁয়াজে রসেই ভাল হবে চুল। পেঁয়াজে থাকে সালফার যা কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে চুলের ক্ষতি এড়ায়। চুল বৃদ্ধিতে সাহায্য করে

পেঁয়াজ কুচি করে ব্লেন্ড করে নিন। এবার অলিভ অয়েল মিশিয়ে স্ক্যাল্পে এবং চুলে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন

পেঁয়াজের রস বের করে নিন। তারপর কাপড়ে ছেঁকে সেটা একটি বোতলে রাখুন। এই রস স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে শ্যাম্পু করার আগে

পেঁয়াজের রস ছেঁকে একটি বোতলে ভরুন। সেখানে সমপরিমাণ কোনও তেল দিয়ে ভাল করে মিশিয়ে সেটা চুলে স্প্রে করে হবে। অন্তত ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন

কোনও সমস্যা হলে- যেমন চুলকানি বা জ্বালা হলে। অথবা কোনও অ্যালার্জি রিঅ্যাকশন হলে ব্যবহার বন্ধ করে দেবেন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতির জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।