জীবনে সমস্যা, চাপ সকলেরই থাকে। নানাবিধ পরিস্থিতি, নানা মানুষের শত আশাপূরণের চেষ্টায় বিধ্বস্ত হয়ে যাই আমরা।

Published by: ABP Ananda

বাবা-মায়ের বকাঝকা, পরীক্ষা আশানুরূপ ফল না পাওয়া, বন্ধুদের ঠাট্টার শিকার... সাধারণ মানুষের জীবনে উত্তেজিত হওয়ার কারণের অভাব নেই।

Published by: ABP Ananda

অনেক সময়েই আমরা ক্ষোভে, রাগে ফেটে পড়ি, চিৎকার করি, কান্নাকাটি-খারাপ ব্যবহার করে ফেলি। কিন্তু তাতে কি কোনও সুরাহা হয়?

Published by: ABP Ananda

Motivational Speaker গৌর গোপাল দাস পথ দেখাচ্ছেন এই পরিস্থিতি থেকে নিজেকে বের করার। কীভাবে শান্ত রাখবেন নিজেকে?

Published by: ABP Ananda

প্রায়ই আমাদের আশেপাশে যে ধরনের ঘটনা ঘটে তাতে আমাদের কোনও নিয়ন্ত্রণ থাকে না, কিন্তু আমাদের প্রতিক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ আছে আমাদের।

Published by: ABP Ananda

'বিরক্তির কোনও কারণ থাকলেই তার প্রতিক্রিয়া থাকে। কিন্তু এই দুইয়ের মাঝে রয়েছে শূন্য স্থান', বলছেন গৌর গোপাল দাস।

Published by: ABP Ananda

'সেই স্থানে নিজের সঙ্গে কথা বলতে হবে আপনাকে। কেউ আপনাকে ট্রিগার করলে ফেটে না পড়ে নিজের সঙ্গে ইতিবাচক কথা বলুন'।

Published by: ABP Ananda

'নিয়মিত অভ্যাসের মাধ্যমে নিজের সঙ্গে ইতিবাচক কথা বলার অভ্যাস ধীরে ধীরে গড়ে তোলা যায়।'

Published by: ABP Ananda

'নিজের সঙ্গে কথা বলার অভ্যাস গড়ে তুলতে পারলে, বিরূপ পরিস্থিতিতে আমাদের প্রতিক্রিয়াও উন্নত করা সম্ভব হবে।'

Published by: ABP Ananda

অর্থাৎ, কোনও উদ্দীপক পরিস্থিতি যেন আপনার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ না করে। শান্ত মনে নিজের সঙ্গে কথা বললেই মিলবে সমাধান।

Published by: ABP Ananda