মুখের চামড়া অত্যন্ত স্পর্শকাতর, তাই বুঝে প্রোডাক্ট ব্যবহার করতে হবে, বিশেষ করে ফেসিয়াল করার আগে সতর্কতা প্রয়োজন

Published by: ABP Ananda

মুখের পরিচর্যায় নানা জিনিস ব্যবহার করা হয়, ফেসিয়াল করলে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে

Published by: ABP Ananda

ফেসিয়ালের জন্য ত্বকে লালভাব, দাগ, - সংশ্লিষ্ট প্রোডাক্টের জেরে অ্যালার্জি হতে পারে

Published by: ABP Ananda

শুকিয়ে যেতে পারে ত্বক, এক্সফোলিয়েশনের জেরে ত্বককে শুষ্ক এবং চুলকানি হয়

Published by: ABP Ananda

কেমিক্যাল যুক্ত এই প্রোডাক্ট লাগাতার ব্যবহারের ফলে সংক্রমণ বা দাগ হতে পারে

Published by: ABP Ananda

ফেসিয়াল ত্বক পরিষ্কার বা উজ্জ্বল হলেও ব্রণর মতো সমস্যা দেখা দিতে পারে

Published by: ABP Ananda

ফেসিয়ালে লাগাতার মুখ ঘষলে সংশ্লিষ্ট জায়গা লাল হয়ে যেতে পারে, কেমিক্যালযুক্ত প্রোডাক্টে কুঁচকে যেতে পারে চামড়াও

Published by: ABP Ananda

এরিথিমা একধরনের সংক্রমণ যা কসমেটিকসের কারণে হতে পারে, যা দু থেকে তিন দিন থাকে

Published by: ABP Ananda

মুখে কোনও ব্যথা, ফোলা এবং ক্ষত হলে তার নেপথ্যে থাকতে পারে ফেসিয়াল থ্রেড লিফ্ট ট্রিটমেন্ট

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda