যাঁদের চুলের সমস্যা রয়েছে তাঁদের শাওয়ারে স্নান করার অভ্যাস অবিলম্বে ত্যাগ করা উচিত।



শাওয়ার চালিয়ে স্নানের সময়, জল অনেকটা উপর থেকে বেশ গতিতে স্ক্যাল্পে এসে পড়ে। এর ফলে চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে।



আর একবার চুলের গোড়া দুর্বল হয়ে গেলে, চুল পড়ার সমস্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাতে।



শাওয়ারে স্নান করার সময়, বিশেষ করে শ্যাম্পু করলে, চুল অনেকসময় ভালভাবে ধোওয়া হয় না। চুলে শ্যাম্পু লেগে থাকা খুব ক্ষতিকর।



শাওয়ারে স্নান করলে যেহেতু দ্রুত গতিতে জল কিছুটা উপর থেকে এসে মাথায় পড়ে, তার ফলে হেয়ার ফলিকলগুলিরও ক্ষতি হয়।



শাওয়ার স্নানের সময় চুলে জট পড়ে যেতে পারে। তার ফলে চুল সহজে ছিঁড়ে যেতে পারে।



চুল পড়ার সমস্যা যাঁদের রয়েছে, তাঁরা শাওয়ারে স্নান করার অভ্যাস ত্যাগ করতে পারলেই ভাল।



শাওয়ার থেকে জল পড়ার চাপে চুলের গোড়া দুর্বল হয়ে গেলে এবং হেয়ার ফলিকলের মুখগুলি বন্ধ হয়ে গেলে নতুন চুল গজাবেও না, চুল সমানে পড়তে থাকবে।



মাঝে মাঝে শাওয়ার চুল ধুলেও প্রতিদিন শাওয়ের স্নানের অভ্যাস না রাখাই ভাল। চুলে অনেক সমস্যা দেখা।



ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।