সন্তান পৃথিবীর আলো দেখার আগেই যেমন মায়ের দায়িত্ব পালন শুরু হয়ে যায়, তেমনভাবেই দায়িত্ব পালন করতে হয় বাবাকে



সবার আগে যত্ন নিতে হবে স্ত্রীর, বুঝতে হবে তাঁর কী কী চাই



অন্তঃসত্ত্বা অবস্থায় স্ত্রীর যত্ন নিলে তা পরোক্ষে সন্তানের যত্ন নেওয়া



প্রতিদিনের কাজে স্ত্রীকে সাহায্য করা থেকে প্রয়োজন অপ্রয়োজনে কথা শুনতে হবে



ইতিমধ্যেই যাঁরা বাবা হয়েছেন তেমন বন্ধুদের থেকে পরামর্শ নিতে পারেন



প্রথমবার বাবা হওয়ার আগে দুশ্চিন্তা হওয়াই স্বাভাবিক, তাই ভরসাযোগ্য এমন কারোর থেকে পরামর্শ নিতে পারেন



এই সময় সবথেকে বেশি প্রয়োজন কথা বলা, যে কোনও সমস্যায় একে অপরের পাশে দাঁড়ানো



গর্ভে থাকা অবস্থায় সন্তানের কোনও শারীরিক সমস্যা আছে কি না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই সংক্রান্ত পরীক্ষা করাতে হবে



ত্যাগ করতে হবে বদভ্যাস



নতুন সদস্যের আগমন মানে তার জন্য নিজেরও কিছু পরিবর্তন দরকার, তাই কোনও বদভ্যাস, নেশায় আসক্তি থাকলে তা ত্যাগ করতে হবে



কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।