অনেকেরই দেখা যায় সামান্য কিছু খেলেই অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। এমনকি বাড়ির খাবার খেলেও এই সমস্যা বজায় থাকে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অল্প তেলমশলা যুক্ত খাবার খেলেও যদি অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় তাহলে একটি ঘরোয়া টোটকার সাহায্য নিতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সাধারণ রান্নায় ব্যবহার হওয়া একটি মশলা আমাদের বদহজম, অ্যাসিডিটির সমস্যা দূর করতে দারুণ ভাবে সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এই মশলার নাম জল জিরে। জলে জিরে ভিজিয়ে রেখে, তারপর সেই জল ছেঁকে নিয়ে খেতে পারলে অনেক উপকার পাবেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যেদিন খাবেন তার আগের রাতে জলে জিরে ভিজিয়ে সারারাত রেখে দিন। সকালে ভালভাবে ছেঁকে নিয়ে ওই জল খেয়ে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

জিরে ভেজানো জল খালি পেটে খেলেই উপকার বেশি। আর এক্ষেত্রে গোটা জিরে ব্যবহার করবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

জিরে ভেজানো জল খেলে বদহজমের সমস্যা দূর হবে। খাবার ভালভাবে হজম হবে। খিদেও পাবে ঠিকভাবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কিছু খেলেই অ্যাসিডিটি হওয়ার প্রবণতা যদি কারও থাকে তাহলে জিরে ভেজানো জল খেলে এই সমস্যা দূর হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যেহেতু জিরে ভেজানো জল বদহজম এবং অ্যাসিডিটির সমস্যা দূর করে, তাই গ্যাস হওয়ার সমস্যাও দূর হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

জিরে ভেজানো জল খেলে সারাদিন আপনি যা খাবেন তা ভালভাবে হজম হবে। তার ফলে খাবার খাওয়ার পর কোনও অস্বস্তি হবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels