কলা পাতায় আছে প্রাকৃতিক অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান, যার জন্য ব্যাক্টেরিয়ার সংক্রমণ কম করা সম্ভব

Published by: ABP Ananda

গরম খাবার কলা পাতায় দিলে অ্যান্টিব্যাক্টিরিয়াল উপাদান সক্রিয় হয়

Published by: ABP Ananda

এত আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, তা খাবারের মধ্য়ে চলে যায় ফলে পুষ্টিগুণও বাড়ে

Published by: ABP Ananda

এই পলিফ্যানল অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

Published by: ABP Ananda

কলা পাতায় যে খাবারই পরিবেশন করা হোক না কেন খাবারের স্বাদ বাড়াতে পারে এই পাতা

Published by: ABP Ananda

প্লাস্টিক, স্টিল বা কাচের থালার বিকল্প হল কলা পাতা, এমনকী এই পাতা ফেললেও দূষণের আশঙ্কা নেই

Published by: ABP Ananda

থালা অনেক সময় সঠিকভাবে ধোয়া না হলে তাতে পেটের সমস্যা হতে পারে, কলা পাতার ক্ষেত্রে এই ধরনের সমস্যার আশঙ্কা কম

Published by: ABP Ananda

এতে গরম খাবারও অনায়াসে পরিবেশন করা যায়, কোনও কেমিক্যালের বেরোনোর আশঙ্কা থাকে না

Published by: ABP Ananda

কলা পাতা সহজেই পাওয়া যায়, পাশাপাশি ধোয়া বা দ্বিতীয়বার পরিষ্কারের ঝামেলা নেই

Published by: ABP Ananda

স্বাস্থ্যের জন্য তো বটেই, কলা পাতার সবুজ রঙে মন ভাল হতেও বাধ্য

Published by: ABP Ananda