অনেকেই খেয়াল করেন না ঘাড়ে কালো ছোপের ব্যাপারে।

অনেকেই খেয়াল করেন না ঘাড়ে কালো ছোপের ব্যাপারে।

Image Source: Freepik

ঘাড়ের পিছন দিকে গোলাকার কালচে ছোপ হয় অনেকের।

ঘাড়ের পিছন দিকে গোলাকার কালচে ছোপ হয় অনেকের।

Image Source: Freepik

কেউ কেউ ভাবেন এটি ময়লা, পরিস্কার করলেও ছোপ যায় না।

কেউ কেউ ভাবেন এটি ময়লা, পরিস্কার করলেও ছোপ যায় না।

Image Source: Freepik

আবার অনেকের ঘাড়ে কালো ছোপ এবং আঁচিলের মত দেখা যায়।

আবার অনেকের ঘাড়ে কালো ছোপ এবং আঁচিলের মত দেখা যায়।

Image Source: Freepik

এটি আদপে লিভারের রোগের একটি বড় লক্ষণ।

এটি আদপে লিভারের রোগের একটি বড় লক্ষণ।

Image Source: Freepik

খেয়াল না করলে বা সচেতন না হলে বড় সমস্যা হতে পারে।

খেয়াল না করলে বা সচেতন না হলে বড় সমস্যা হতে পারে।

Image Source: Freepik

ডায়াবেটিসের পূর্ব লক্ষণও হতে পারে এই কালো ছোপ।

ডায়াবেটিসের পূর্ব লক্ষণও হতে পারে এই কালো ছোপ।

Image Source: Freepik

ফলে এরকম ঘাড়ের ছোপ দেখলে রক্ত পরীক্ষা করানো জরুরি।

ফলে এরকম ঘাড়ের ছোপ দেখলে রক্ত পরীক্ষা করানো জরুরি।

Image Source: Freepik

রক্তে বেশি ট্রাইগ্লিসারাইড থাকলে আঁচিলের মত দানা দেখা যায়।

রক্তে বেশি ট্রাইগ্লিসারাইড থাকলে আঁচিলের মত দানা দেখা যায়।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik