প্রতিদিন অঝোরে ঝরছে চুল, যত্ন নিয়েও রোধ করা যাচ্ছে না

বাড়িতে তৈরি কন্ডিশনার ব্যবহারে কিছুটা সমস্যা দূর হতে পারে এই সমস্যা

সম পরিমাণ মধু এবং অলিভ ওয়েলের মিশ্রণে চুল হয় সফট, দূর হয় পড়ে যাওয়ার সমস্য়াও

ডিমের সাদা অংশ এবং অলিভ ওয়েল মিশিয়ে মাথায় মেখে রাখতে হবে এক ঘণ্টা, এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন, দূর হবে খুসকিও

স্ক্যাল্প নোংরা থাকলে বা সংক্রমণ হলে চুল পড়ে তাই বেকিং সোডা ব্য়বহার করা যায়

নারকেল তেল গরম করে মাথায় মাখতে হবে, এতে চুল পড়া কমে এবং সফট হয়

কলা পেস্ট করে তাতে মিশিয়ে নিন অলিভ ওয়েল, এরপর ওই মাস্ক মেখে শ্যাম্পু করে নিন

অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন C সমৃদ্ধ শিয়া বাটার চুলের গোড়া মজবুত করে

শ্যাম্পু করার পর এক মগ জলে এক চামচ অ্য়াপেল সিডার ভিনিগার মিশিয়ে কন্ডিশনার বানিয়ে নিতে পারেন

নারকেলের দুধের সঙ্গে মিশিয়ে নিন গোলাপ জল, শ্যাম্পু শেষে ঢেলে দিন মাথায়

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।