শরীর চাঙ্গা রাখবে, কমাবে বয়স; মোগলাই রান্নার এই মশলাতেই জাদু

Image Source: Freepik

যে কোনো মোগলাই রান্নার অন্যতম মশলা এটি।

Image Source: Freepik

বাদামের মত দেখতে এই মশলার নাম জায়ফল।

Image Source: Freepik

অন্য গরম মশলার মত এই জায়ফলেরও অনেক গুণাগুণ আছে।

Image Source: Freepik

শরীরের নানা সমস্যা দূর করতে জায়ফল কাজে দেয়।

Image Source: Freepik

এই মশলা শরীরের ব্যথা-বেদনা দূর করে।

Image Source: Freepik

সর্দি-জ্বর থেকে রেহাই দেবে এই মশলা।

Image Source: Freepik

এতে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট পাওয়া যায়।

Image Source: Freepik

এমনকী জায়ফল খেলে রক্তশর্করাও নিয়ন্ত্রণে থাকে।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik