পেয়ারাই নয় শুধু, অনেক
গুণ পেয়ারা পাতারও


শরীরের জন্য অত্যন্ত
উপকারী পেয়ারা পাতা


অ্যান্টি অক্সিড্যান্ট, প্রদাহবিরোধী
উপাদানে সমৃদ্ধ পেয়ারা পাতা


পেয়ারা পাতা ফোটানো চা পানে
ডায়রিয়া থেকে মুক্তি মেলে


রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে,
ডায়বিটিস রোগীরাও লাভবান হন


ওজন ঝরাতে চাইলেও
পেয়ারা পাতার চা পান করুন


মেটাবলিজমের উন্নতি ঘটায়,
শরীরে মেদের আধিক্য কমায়


শরীরের রোগ প্রতিরোধ
ক্ষমতা বাড়িয়ে তোলে


ব্রণ, কালো ছোপ দূর করতে, ত্বক
মসৃণ করতে পেয়ারা পাতা উপকারী


ঋতুস্রাবের যন্ত্রণার উপশম,
প্রাকৃতিক পেইনকিলার পেয়ারাপাতা


মুখের দুর্গন্ধ, মাড়ির সংক্রমণ, দাঁতের
ক্ষয়ও রোধ করে পেয়ারা পাতা


তবে এব্যাপারে অবশ্যই
চিকিৎসকের পরামর্শ নিন