রান্নায় অনেকেই হিং ব্যবহার করে থাকেন সুগন্ধ এবং খাবার সুস্বাদু করার জন্য।

Published by: ABP Ananda

রান্নায় সুগন্ধ এবং স্বাদ আনা ছাড়াও হিংয়ের রয়েছে আরও অনেক গুণ।

Published by: ABP Ananda

রান্নায় হিং খেতে পারলে কী কী উপকার পাবেন আপনি দেখে নিন।

Published by: ABP Ananda

হিং এমন এক মশলা যা আমাদের অন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে। হজমশক্তি ভাল করে।

Published by: ABP Ananda

আর খাবার ভালভাবে হজম হলে অ্যাসিডিটি, গ্যাস, বদহজম, পেট ফেঁপে যাওয়া এইসব সমস্যা দেখা যায় না।

Published by: ABP Ananda

হিং রক্তচাপের মাত্রা কমাতে এবং নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই হাই ব্লাড প্রেশারের রোগীরা হিং খেতে পারেন।

Published by: ABP Ananda

পিরিয়ডসের সময় অনেকেরই তীব্র যন্ত্রণা হয় তলপেটে। হিং খেলে এই ব্যথা কমে।

Published by: ABP Ananda

শ্বাসকষ্টের সমস্যা, অ্যাজমা, বুকে কফ জমে প্রচণ্ড সর্দি লেগে কাশি হলে- এইসব সমস্যা দূর করতে পারে হিং।

Published by: ABP Ananda

আর্থ্রাইটিস, জয়েন্ট পেন বা গাঁটের ব্যথা, মাসল স্টিফিনেশ অর্থাৎ পেশী শক্ত হয়ে টান ধরা, ব্যথা হওয়া - এইসব সমস্যা কমাতেও সাহায্য করে হিং।

Published by: ABP Ananda

আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি বাড়াতেও হিংয়ের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Published by: ABP Ananda