হঠাৎ করেই পা ফুলছে ? কীসের লক্ষণ ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

অনেকেই পা ফোলার সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যান।

Image Source: Freepik

নানা কারণে পা ফুলতে দেখা যায়।

Image Source: Freepik

পা ফোলার অন্যতম কারণ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া।

Image Source: Freepik

রক্তচাপের কিছু কিছু ওষুধ খেলে পা ফোলে।

Image Source: Freepik

আবার লিভার গুরুতরভাবে খারাপ হলেও পা ফোলে।

Image Source: Freepik

তবে কিডনির সমস্যার জন্য পা ফুলতে পারে।

Image Source: Freepik

এমনকী হৃদযন্ত্রের ডানদিকটা কাজ না করলে দূষিত রক্ত জমতে শুরু করে।

Image Source: Freepik

আর সেই কারণে অন্য সমস্ত লক্ষণের মত পা ফুলে যায়।

Image Source: Freepik

শরীরে প্রোটিনের অভাব হলে পা ফুলতে পারে, ফলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

তথ্যসূত্র: ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক ভিডিয়ো থেকে

Image Source: Freepik