অনেকেই মুলো- র বাজে গন্ধের জন্য এই সবজি খেতে চান না। তবে রান্নার আগে মুলো সেদ্ধ করে জল ফেলে দিলে আর সেভাবে গন্ধ থাকে না।