আপনি যদি তীব্র মাত্রায় স্ট্রেস এবং মানসিক অবসাদের শিকার হয়ে থাকেন তাহলে অস্বাভাবিক হারেই আপনার ওজন বৃদ্ধি পেতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অতএব স্ট্রেস কিংবা অবসাদ, অবহেলা না করা সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নাহলে বাড়বে সমস্যা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যদি সব নিয়ম মেনে চলার পরেও দেখেন ওজন নিয়ন্ত্রণে থাকছে না তাহলে একবার থাইরয়েড চেক করিয়ে নিন। থাইরয়েডের কারণে অতিরিক্ত ওজন বৃদ্ধি হয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনের ক্ষরণে অসামঞ্জস্য দেখা দিলেও আচমকা ওজন বেড়ে যাতে পারে। তাই দ্রুত ওজন বাড়লে বিষয়টা অবহেলা করবেন না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ওভারি কিংবা ইউটেরাসে টিউমার হলে ওজন বাড়তে পারে মারাত্মক ভাবে। অতএব কোনওভাবেই আচমকা ওজন বৃদ্ধির লক্ষণ অবহেলা করা উচিৎ নয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কর্টিসল এক প্রকারের হরমোন যা আমাদের শরীরে বেড়ে গেলেও ওজন বাড়তে পারে লাগামছাড়া ভাবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মেনোপজের আগে এবং পরে শরীরে হরমোনের ক্ষরণে অসামঞ্জস্য দেখা যায়। এই কারণেও আচমকা ওজন বাড়তে পারে আপনার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পিসিওএস- পলিসিস্টিক ওভারি সিনড্রোমের সমস্যা থাকলেও আচমকা ওজন বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শুধু স্ট্রেস কিংবা মানসিক অবসাদ নয়, অত্যন্ত উদ্বেগের কারণেও আপনার ওজন হঠাৎ করে বাড়তে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেক সময় বিভিন্ন ওষুধের প্রভাবেও আমাদের ওজন স্বাভাবিকের থেকে বেশি হারে বাড়তে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels