আমন্ড খাওয়া কেন ভাল তা প্রায় সকলেই জানেন। জলে ভিজিয়ে রেখে আমন্ড খাওয়া সবচেয়ে ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

প্রায় সকলেই জলে আমন্ড ভিজিয়ে রাখেন। তারপর খাওয়ার আগে খোসা ছাড়িয়ে ফেলে দেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পেটের সমস্যা থাকলে এভাবে খোসা ফেলে দিয়েই আমন্ড খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কিন্তু আমন্ডের খোসার মধ্যেও রয়েছে অনেক গুণ। তাই ফেলে না দিয়ে আমন্ডের খোসাও আপনি খেতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমন্ডের খোসা খেলে কী কী উপকার পাবেন এবং কীভাবে খাওয়া উচিৎ, দেখে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমন্ডের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। আমন্ডের খোসা শুকনো করে আগে গুঁড়ো করে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমন্ডের খোসার এই গুঁড়ো আপনি মিশিয়ে নিতে পারেন ব্রেকফাস্টের স্মুদির মধ্যে। কুকিজ, কেক, মাফিন বাড়িতে বানালে সেখানেও ব্যবহার করতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমন্ডের খোসা দিয়ে ত্বকের পরিচর্যাও করা সম্ভব। বাড়িতেই আমন্ডের খোসা দিয়ে বানিয়ে নিন স্ক্রাব। আমন্ডের খোসার গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিন মধ, অলিভ অয়েল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চায়ের মধ্যে আমন্ডের খোসা শুকনো করে তৈরি করা গুঁড়ো মিশিয়ে খেতে পারেন আপনি। এই চা সহজে খাবার হজম করাবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্যুপের ঘনত্ব বাড়াতে আমন্ডের খোসার গুঁড়ো মিশিয়ে খেতে পারেন। গাছের সার হিসেবেও এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।

Published by: ABP Ananda
Image Source: Pexels