বাদাম খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। খালি পেটে বাদাম খেতে পারলে আরও ভাল। শুকনোর বদলে জলে ভিজিয়ে খান বাদাম।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কেন জলে ভিজিয়ে রাখা আমন্ড খোসা ছাড়িয়ে খাবেন, জেনে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেকেই সকালে জিমে যান। অন্যভাবে শরীরচর্চা করেন। ওয়ার্ক আউট শুরুর আগে খালি পেটে আমন্ড খেলে ভরপুর এনার্জি পাবেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

খাবার ভালভাবে হজম করতে সাহায্য করে আমন্ড। তাই সকালে খালি পেটে বাদাম খেয়ে নিলে সারাদিন আর বদহজমের সমস্যা হবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বাদামের মধ্যে থাকা হেলদি ফ্যাট এবং প্রোটিন আমাদের শরীরের মেটাবলিজম রেট বাড়ায়। তাই সকালে খালি পেটে খেলে ওজন কমবে দ্রুত।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সারাদিন আপনি যাতে ভরপুর এনার্জি পান, চাঙ্গা থাকেন, তার জন্য সকালে খালি পেটেই আমন্ড খাওয়া জরুরি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে আমন্ড। এর মধ্যে রয়েছে কম গ্লাইসেমিক ইনডেক্স। তাই খালি পেটে খেলে আচমকা সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা কমায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমন্ডের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে খালি পেটে এটা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকবে আপনার। সহজে খিদে পাবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এবং গুড কোলেস্টেরল সঠিক মাত্রায় বজায় রেখে আমন্ড খেয়াল রাখে আমাদের হৃদযন্ত্রের।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সকালে খালি পেটে জলে ভেজানো আমন্ড খেলে তা সারাদিন আপনার শরীর হাইড্রেটেড রাখতেও সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels