ত্বকের জেল্লা ফেরাতে অর্থাৎ উজ্জ্বল ভাব বজায় রাখতে প্রয়োজন স্ক্রাবের। কারণ স্ক্রাবের সাহায্যে ত্বকের ডেড সেল অর্থাৎ মরা কোষ ঝরিয়ে জেল্লা ফেরানো সম্ভব। ন্যাচারাল স্ক্রাবার হিসেবে পাকা পেঁপে ত্বকে ব্যবহার করতে পারেন। এর সাহায্যে দূর হবে কালচে দাগছোপ। ডেড স্কিন সেল সরিয়ে ত্বকের জেল্লা ফেরাতে দারুণ ভাবে কাজ করে পাকা পেঁপে। এছাড়াও ত্বক থাকে আর্দ্র। ত্বকে অনেক সময় ব্রন বা র্যাশের কারণে দাগ হয়ে যায়। ত্বকের গঠন রুক্ষ হয়। মসৃণ থাকে না ত্বক। ব্রন কিংবা র্যাশের দাগ তোলার পাশাপাশি ত্বক মসৃণ, পেলব এবং মোলায়েম রাখতেও সাহায্য করে পাকা পেঁপে। ত্বকের ব্রনর সমস্যা একেবারে কমিয়ে দেয় পাকা পেঁপে। এছাড়াও যেখানে যেখানে কালচে দাগছোপ থাকে সেগুলিও হাল্কা করে। আজকাল অল্প বয়সীদের মধ্যেও বলিরেখার সমস্যা দেখা দিচ্ছে ত্বকে। পাকা পেঁপে এই রিঙ্কেলসের সমস্যাও কমায়। পাকা পেঁপে ছোট টুকরো করে কেটে তা ঘষে সরাসরি ত্বকে ব্যবহার করতে পারেন আপনি। শীতের মরশুমে যেকোনও স্ক্রাব ব্যবহার করলেই ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায়। সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন পাকা পেঁপে।