সারাদিনের এনার্জি মেলে সকালের প্রথম খাবার থেকে, তাই ব্রেকফাস্ট করতে হবে প্রতিদিন

Published by: ABP Ananda

ব্রেকফাস্ট বাদ দিলে দুপুরের খাবারের সঙ্গে দীর্ঘক্ষণের পার্থক্য থেকে যায়

Published by: ABP Ananda

সারারাত শরীরে জল না থাকায় ডিহাইড্রেশন হয়, সকালে জল না পান করলে আরও সমস্যা বাড়ে

Published by: ABP Ananda

সকালে জল পান করলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যেতে পারে

Published by: ABP Ananda

অতিরিক্ত ঘুমের ফলেও নেতিবাচক প্রভাব পড়তে পারে

Published by: ABP Ananda

১০ ঘণ্টার বেশি ঘুমালে বেড়ে যেতে পারে BMI

Published by: ABP Ananda

টানা দীর্ঘক্ষণ ঘুমানোর পর সকালে উঠে নিকোটিন ক্রেভিং হয় অনেকের

Published by: ABP Ananda

ধূমপানের ফলে ক্যান্সার তো বটেই হার্টের সমস্যা, স্ট্রোক হওয়ার আশঙ্কা বাড়ে

Published by: ABP Ananda

সকালে ঘুম থেকে উঠে ফোন দেখলে বাড়ে মানসিক চাপ এবং স্ট্রেস

Published by: ABP Ananda

তার পরিবর্তে ঘুম থেকে উঠে বই পড়ার অভ্যাস করুন

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda