রোজ আমন্ড খাওয়ার অভ্যাস থাকলে নানা ভাবে উপকৃত হবেন আপনি। বিভিন্ন ভাবে ভাল থাকবে শরীর-স্বাস্থ্য।

Published by: ABP Ananda
Image Source: Pexels

রোজ আমন্ড খেলে পরিমাণের দিকে নজর রাখুন। ২-৩টের বেশি আমন্ড খাবেন না প্রতিদিন খেলে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

খোসা ছাড়িয়ে আমন্ড খেতে পারলে পেটের সমস্যা হবে না। এর জন্য জলে ভিজিয়ে রাখলে সুবিধা হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যেদিন খাবেন, তার আগের রাতে কাচের পাত্র আমন্ড ভিজিয়ে রাখুন জল দিয়ে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পরের দিন সকালে খোসা ছাড়িয়ে খেয়ে নিন আমন্ড। কী কী উপকার পাবেন, দেখে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমন্ড খেলে মস্তিষ্ক আরও সক্রিয় এবং সজাগ থাকবে। স্মৃতিশক্তি প্রখর হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমন্ড ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমায় আমাদের শরীরে। তার ফলে ভাল থাকে হার্টের স্বাস্থ্য।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ব্লাড সুগারের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে আমন্ড খাওয়ার অভ্যাস। অতএব ডায়াবেটিস থাকলেও আমন্ড খেতে পারেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

হাড়ের গঠন মজবুত কতে, হাড়ের ক্ষয় রোধ করতেও কাজে লাগে আমন্ড খাওয়ার অভ্যাস।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমন্ড নিয়মিত খেতে পারলে আপনার চুল এবং ত্বকের স্বাস্থ্যও ভাল থাকবে। জেল্লাও বাড়বে ত্বক এবং চুলের।

Published by: ABP Ananda
Image Source: Pexels