সম্পর্ক ভেঙে যাওয়া মানেই সব শেষ নয় জীবন যেমন থেমে থাকে না, তেমনই তিক্ততা দূর করা জরুরি তাই সম্পর্ক ভেঙে গেলেও প্রাক্তন বন্ধু হতেই পারে তবে এক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখা অত্যন্ত জরুরি বন্ধু মানে বন্ধুই, হাই-হ্যালো, হাল-হকিকতের খোঁজ নিতে পারেন তবে বন্ধুত্বের সীমা ঠিক করা অত্যন্ত জরুরি অতীতে ফিরে যাওয়া, দেখা-সাক্ষাৎ বেশি না হওয়াই ভাল সমস্যায় পড়লে তাঁর সাহায্য না চাওয়াই ভাল তিনি না চাইলে বন্ধু হতে জোর না করাই ভাল বর্তমান সঙ্গী বিষয়টি কীভাবে নিচ্ছেন, বুঝুন আগে