প্রস্রাবে কি ফেনা দেখা যাচ্ছে, দুর্গন্ধ হচ্ছে অথবা রঙ বদলে গেছে?



প্রস্রাবের এমন লক্ষণ কিন্তু ভাল ইঙ্গিত নয় একটুও।



কিডনি ফেইলিওর হোক, লিভার ড্যামেজ হোক, ডায়াবেটিস, সবের ইঙ্গিতই দেয় প্রস্রাব



যদি প্রস্রাবে বেশি ফেনা দেখা যায়, তাহলে তা প্রোটিন লিকের ইঙ্গিত হতে পারে।



যখন প্রস্রাব গাঢ় হলুদ বা হালকা বাদামী হয়ে যায়, তখন তা ডিহাইড্রেশনের ইঙ্গিত



প্রস্রাব থেকে দুর্গন্ধ আসা UTI (Urinary Tract Infection) - র লক্ষণ হতে পারে।



যদি প্রস্রাবে রক্তপাত হয়, তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন।



যদি প্রস্রাবে এই তিনটি সমস্যা একসাথে দেখা দেয় তাহলে তা গুরুতর স্বাস্থ্য সমস্যা হতে পারে।



কিডনি-লিভার ফেইলিওর বা দীর্ঘস্থায়ী রোগের সতর্কবার্তা হতে পারে।