ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে পায়ে বিভিন্ন ধরনের সংক্রমণ বা ইনফেকশন হওয়ার প্রবণতা বেশি দেখা যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সুগার লেভেল হাই থাকলে পায়ে সংক্রমণের ঝুঁকি বাড়ে। কীভাবে পায়ের যত্ন নিয়ে সতর্ক থাকা উচিত, দেখে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

প্রতিদিন পায়ের পাতা, আঙুলের ফাঁকের অংশ, গোড়ালি এবং পায়ের তলা গরম জল আর লিকুইড শ্যাম্পু বা সাবান দিয়ে ভালভাবে পরিষ্কার করতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পা পরিষ্কার করার পর ভালভাবে সাবান ধুয়ে নিতে হবে। খেয়াল রাখবেন পায়ে যেন একটুও সাবান লেগে না থাকে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পা পরিষ্কার করে নেওয়ার পর ভালভাবে শুকনো করে মুছে নিতে হবে যাতে পায়ে কোনওভাবেই জল লেগে না থাকে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ঘরের মধ্যেও চটি পরে হাঁটার অভ্যাস রাখুন। তার ফলে পায়ে নোংরা লাগবে না। ইনফেকশনের ভয় কমবে। ভাল মানের জুতো ব্যবহার করুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সুগার থাকলে এমনিতেই ডাক্তাররা হাঁটাচলার পরামর্শ দেন। পায়ের সংক্রমণ এড়াতে এই পরামর্শ অবশ্যই মেনে চলুন ডায়াবেটিসের রোগীরা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

পায়ের যত্ন করার সময় নখের দিকে বিশেষ খেয়াল রাখা জরুরি। নখ কেটে, ময়লা পরিষ্কার করার কাজটা রোজই করতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অতি অবশ্যই পরিষ্কার মোজা ব্যবহার করুন। শুধু সুগারের রোগীরা নন, সকলেরই হাইজিন মেনে পরিষ্কার মোজা ব্যবহার করা উচিত।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এখন শীতের মরশুম। তাই পায়েও ক্রিম লাগাতে হবে। আর পায়ের ডেড স্কিন সেল তোলার জন্য অবশ্যই ব্যবহার করুন পিউমিক স্টোন।

Published by: ABP Ananda
Image Source: Pexels