Image Source: ফ্রিপিক

ফ্যাটি লিভার মানে লিভারে অতিরিক্ত ফ্যাট জমে যাওয়া।

Image Source: ফ্রিপিক

এই ফ্যাটের কারণে লিভার পাচক রস তৈরি করতে পারে না।

Image Source: ফ্রিপিক

যার ফলে হজমের নানা সমস্যা হয়। পাশাপাশি লিভারের রোগও হয়।

Image Source: ফ্রিপিক

সাধারণত বিশুদ্ধ ঘিয়ে ক্ষতিকর ফ্যাটের পরিমাণ মাত্র ১০ শতাংশ।

Image Source: ফ্রিপিক

ক্ষতিকর ফ্যাট মেদ বাড়ানোর পাশাপাশি হার্টের বিপদ ডেকে আনে।

Image Source: ফ্রিপিক

ঘি বরং উল্টো কাজ করে।

Image Source: ফ্রিপিক

কিন্তু তা সত্ত্বেও লিভারের জন্য খুব ভাল খাবার নয় ঘি।

Image Source: ফ্রিপিক

বিশেষজ্ঞদের মতে, ঘি শরীরে মোট ফ্যাটের পরিমাণ বাড়িয়ে দেয়।

Image Source: ফ্রিপিক

তাই লিভারের সমস্যায় ঘি একেবারেই এড়িয়ে চলা ভাল।

Image Source: ফ্রিপিক

ডিসক্লেমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।