অনেকেই কেমিক্যাল ব্লিচ মুখে লাগাতে চান না, নানা ক্ষতি এড়ানোর জন্য।



ত্বকের পরিচর্যায় সরাসরি লেবু কিংবা টমেটোর ব্য়বহার কি সঠিক?



বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বকের পরিচর্যায় সরাসরি লেবু কিংবা টমেটো ব্যবহার করলে ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে।



ত্বক জ্বালা করা থেকে ত্বকে চুলকানি হওয়ার সমস্যাও দেখা দেয়।



ত্বকে সরাসরি লেবু ঘসলে সঙ্গে সঙ্গে স্কিন জ্বালা করে বেরতে পারে ব়্যাশ



লেবুর ও টমোটোর রস অ্যাসিডিক। তাই এটি সরাসরি ব্যবহার করলে ক্ষতির আশঙ্কা বাড়বে



ত্বকের নানা স্থানে কালচে ছোপও দেখা যেতে পারে।



বদলে ব্যবহার করতে পারেন যোগার্ট ও মধু।