সকালে ঘুম থেকে উঠেই মাথাব্যথা করে? হতে পারে আপনার এই সমস্যাগুলি হচ্ছে, এড়িয়ে যাবেন না।

Published by: ABP Ananda
Image Source: Canva

সকালে উঠে মাথাব্যথা করলে, স্বভাবতই মানুষ মনে করে, ঘুমের ব্যাঘাত হয়েছে বা পর্যাপ্ত ঘুম হয়নি। কিন্তু সবসময় তা সঠিক না ও হতে পারে

Image Source: pexels

অনেক সময়ে মানসিক চাপ প্রভাব ফেলে শরীরে। সারাদিন খুব টেনশন বা মানসিক চাপে থাকলে, ঘুম থেকে উঠে মাথাব্যথা হতে পারে।

Image Source: pexels

একটানা যদি কম ঘুমিয়ে মানুষ থাকেন, তাহলে ঘুম থেকে উঠে মাথাব্যথা করতে পারে। এটা হল সবচেয়ে স্বাভাবিক কারণ।

Image Source: pexels

ঘুমের মধ্যে দাঁত কামড়ানোর সমস্যাকে Bruxism বলে। এই সমস্যা থাকলে মুখ ও চোয়ালের পেশিতে ব্যথা হতে পারে। এটা থেকেই সকালে মাথা ব্যথা হতে পারে।

Image Source: pexels

ঘুমের সময় শ্বাসকষ্ট হলে, তা মস্তিষ্কে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। এটিও সকালের মাথাব্যথার একটি কারণ।

Image Source: pexels

রোজ নির্দিষ্ট সময়ে ঘুমানো ও নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা উচিত। শরীরের বডি ক্লক এদিক ওদিক হলে মাথাব্যথার মতো সমস্যা হতে পারে।

Image Source: pexels

রক্তচাপের ওঠানামা অথবা অতিরিক্ত উদ্বেগে ভোগেন যাঁরা, তাঁদের ঘুম ভেঙেই মাথাব্যথার মতো সমস্যা হতে পারে।

Image Source: pexels