ডিম খাওয়ার আগে কি ধোয়া উচিত?

Published by: ABP Ananda
Image Source: pexels

আমরা অনেকেই রোজ সকালে জলখাবারে ডিম খাই

Image Source: pexels

ডিম খাওয়ার আগে এই ভুল করছেন না তো? ডিম কি ধুয়ে নেওয়া উচিত?

Image Source: pexels

ডিমের উপরিভাগে একটি প্রাকৃতিক প্রতিরক্ষামূলক স্তর থাকে যা ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে

Image Source: pexels

কিন্তু যদি আপনি সেই পৃষ্ঠটি ধুয়ে ফেলেন, তবে এই স্তরটি উঠে যায়

Image Source: pexels

এতে Salmonella সংক্রমণের ঝুঁকি বাড়ে

Image Source: pexels

ডিম ঠান্ডা জলের ভিতরের বাতাসকে সংকুচিত করে এবং ময়লা বা ব্যাকটেরিয়া ভিতরে টেনে নেয়

Image Source: pexels

ডিম খুব ময়লা হলে হাল্কা গরম জল দিয়ে আলতো করে পরিষ্কার করুন

Image Source: pexels

এছাড়াও, ডিম ধোয়ার পরে ফ্রিজে রাখলে তা দ্রুত নষ্ট হয়ে যায়

Image Source: pexels

ডিম রান্না করার সামান্য আগে ধোয়া সবচেয়ে নিরাপদ

Image Source: pexels