অনেকেরই সারাক্ষণ ঘুম পায়। ঝিমানি ভাব থাকে। সর্বোপরি সর্বক্ষণই শরীর অসুস্থ থাকে। এইসব লক্ষণ মোটেই ভাল নয়। উল্লিখিত লক্ষণগুলি লিভারের অসুখ বা সমস্যা হলে দেখা দিতে পারে। তাই অবহেলা করবেন না। লিভারের সমস্যা থাকলে, অসুখ হলে খাবারের প্রতি অনীহা আসে। খাবার দেখলেই গা-গোলাতে পারে। বমি ভাব হতে পারে। যদি খাবার দেখলে কয়েকদিন ধরেই উল্লিখিত লক্ষণগুলি আপনার মধ্যে দেখা যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। লিভারের সমস্যা হলে পেটে ব্যথা হতে পারে মাঝে মাঝেই। সামান্য কিছু খেলেও পেটে অস্বস্তি বোধ করতে পারেন। তাই পেটে ব্যথা হলে অবহেলা করবেন না। কিছু খেলেই যদি পেটে ব্যথা হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। লিভারের সমস্যা থাকলে অতিরিক্ত ক্লান্তি অনুভব হয়। সামান্য পরিশ্রম করেই আপনি হাঁপিয়ে উঠবেন। তাই যদি অল্প কাজ করেই আপনি খুব ক্লান্ত হয়ে যান এবং এই উপসর্গ ক্রমশ দেখা দিতে থাকে, তাহলে অবহেলা করা উচিত নয়। লিভারের সমস্যা হলে বা অসুখ হলে ঘুমের সমস্যা হতে বাধ্য। রাতে ঠিক করে ঘুম হবে না। দিনের পর দিন রাতে ঘুম না হলে তার অন্যতম কারণ লিভারের অসুখ হতে পারে। অতএব সতর্ক থাকুন।