অনেকসময়েই তাড়াহুড়োয় সকালে জলখাবার খাওয়া হয় না অনেকের।

Published by: ABP Ananda
Image Source: Pexels

নিয়মিত ব্রেকফাস্ট না করলে শরীর খারাপ হতে বাধ্য।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এর পাশাপাশি যদি রোজ সকালে জলখাবার না খান তাহলে ঘাটতি হতে পারে ভিটামিনের।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ব্রেকফাস্ট স্কিপ করলে এক নয় একাধিক ভিটামিনের ঘাটতি হতে পারে আপনার শরীরে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ভিটামিন ডি- এর ঘাটতি হলে অতিরিক্ত পরিমাণে স্ট্রেস হতে পারে আপনার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এছাড়াও ভিটামিন এ এবং ভিটামিন সি- এর ঘাটতি হতে পারে নিয়মিত সকালে জলখাবার না খেলে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ভিটামিনের পাশাপাশি অনেক মিনারেলসের ঘাটতিও হতে পারে আপনার শরীরে যদি রোজ ব্রেকফাস্ট স্কিপ করেন অর্থাৎ না খান।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, পটাসিয়ামের ঘাটতি হতে পারে রোজ সকালে জলখাবার না খেলে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ভিটামিন বি১ এবং ভিটামিন বি২- এর ঘাটতিও হতে পারে ব্রেকফাস্ট না খেলে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অতএব কোনও ভাবেই সকালে জলখাবার খাওয়া বাদ দেবেন না।

Published by: ABP Ananda
Image Source: Pexels