সকাল সকাল গলা ভেজাতে পারেন তুলসী চায়ে, এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে

Published by: ABP Ananda

এই চা নিয়মিত পানে হজমশক্তি উন্নত হয়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা যায়, এমনকী ত্বকের স্বাস্থ্যও উন্নত হয়

Published by: ABP Ananda

প্রোটিন, ফাইবার, আয়রন এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান যুক্ত ছাতুর সরবত, যা ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে

Published by: ABP Ananda

উচ্চ ফাইবার ছাতু যুক্ত হজমশক্তি বাড়ায় এবং অন্ত্রকে সুস্থ রাখে

Published by: ABP Ananda

হলুদে প্রচুর পরিমাণে কারকিউমিন যৌগ থাকে, এর ফলে প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে

Published by: ABP Ananda

নিয়মিত হলুদ দুধ পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, জয়েন্ট এবং পেশীর ব্যথা কমতে পারে এবং সর্দি-কাশি ও সংক্রমণ দ্রুত কমতে পারে

Published by: ABP Ananda

নিয়মিত জিরের জল পানে হজমে সাহায্য করে করে। এনজাইমের নিঃসরণকে উদ্দীপিত করে হজমে সহায়তা করে

Published by: ABP Ananda

এই পানীয়র গুণে পেট ফাঁপা, অ্যাসিডিটি এবং বদহজম দূর হতে পারে একইসঙ্গে ওজনও হ্রাস হয়

Published by: ABP Ananda

রাগী দিয়ে তৈরি পানীয় ক্যালসিয়াম, আয়রনে সমৃদ্ধ, হজম ক্ষমতা বাড়াতে পারে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda