বারবার জলতেষ্টা পাচ্ছে ? কী হচ্ছে শরীরে জানেন ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

জলতেষ্টা পাওয়া স্বাভাবিক হলেও বারবার জলতেষ্টা পাওয়া ঠিক নয়।

Image Source: Freepik

ঘন ঘন তৃষ্ণা পাওয়া ডায়াবেটিসের লক্ষণ।

Image Source: Freepik

শরীরে চিনির মাত্রা যখন বেশি থাকে তখন কিডনি শোধনের জন্য বারবার প্রস্রাব পায়।

Image Source: Freepik

এর ফলেই শরীরে বারবার জলতেষ্টা পায়।

Image Source: Freepik

আবার ডিহাইড্রেশনের কারণে অনেক সময় মুখ তৃষ্ণার্ত হয়ে ওঠে।

Image Source: Freepik

অনেকে ফাস্টফুড বেশি খান, ফলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়।

Image Source: Freepik

এই কারণেও বারবার তৃষ্ণার্ত হয়ে পড়ে মানুষ।

Image Source: Freepik

অনেকক্ষেত্রে জ্বর বা সংক্রমণ হলে জলের প্রয়োজন বেড়ে যায় শরীরে।

Image Source: Freepik

ঘুমের অভাব, মানসিক চাপ শরীরের তরল ভারসাম্যকে বিঘ্নিত করে।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik