বারবার জলতেষ্টা পাচ্ছে ? কী হচ্ছে শরীরে জানেন ?
abp live

বারবার জলতেষ্টা পাচ্ছে ? কী হচ্ছে শরীরে জানেন ?

Published by: ABP Ananda
Image Source: Freepik
জলতেষ্টা পাওয়া স্বাভাবিক হলেও বারবার জলতেষ্টা পাওয়া ঠিক নয়।
abp live

জলতেষ্টা পাওয়া স্বাভাবিক হলেও বারবার জলতেষ্টা পাওয়া ঠিক নয়।

Image Source: Freepik
ঘন ঘন তৃষ্ণা পাওয়া ডায়াবেটিসের লক্ষণ।
abp live

ঘন ঘন তৃষ্ণা পাওয়া ডায়াবেটিসের লক্ষণ।

Image Source: Freepik
শরীরে চিনির মাত্রা যখন বেশি থাকে তখন কিডনি শোধনের জন্য বারবার প্রস্রাব পায়।
abp live

শরীরে চিনির মাত্রা যখন বেশি থাকে তখন কিডনি শোধনের জন্য বারবার প্রস্রাব পায়।

Image Source: Freepik
abp live

এর ফলেই শরীরে বারবার জলতেষ্টা পায়।

Image Source: Freepik
abp live

আবার ডিহাইড্রেশনের কারণে অনেক সময় মুখ তৃষ্ণার্ত হয়ে ওঠে।

Image Source: Freepik
abp live

অনেকে ফাস্টফুড বেশি খান, ফলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়।

Image Source: Freepik
abp live

এই কারণেও বারবার তৃষ্ণার্ত হয়ে পড়ে মানুষ।

Image Source: Freepik
abp live

অনেকক্ষেত্রে জ্বর বা সংক্রমণ হলে জলের প্রয়োজন বেড়ে যায় শরীরে।

Image Source: Freepik
abp live

ঘুমের অভাব, মানসিক চাপ শরীরের তরল ভারসাম্যকে বিঘ্নিত করে।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik