চুল ভাল রাখার বিভিন্ন পদ্ধতি মেনে চলেন অনেকেই, তবে স্নানের পরেই হয়ে যায় একাধিক ভুল
Published by: ABP Ananda
April 22, 2025
স্নান সারার পর চুলের বিশেষ যত্ন এবং খেয়াল রাখার প্রয়োজন
Published by: ABP Ananda
April 22, 2025
প্রথমত চুলে ব্যবহার করতে হবে সালফেট মুক্ত শ্যাম্পু এবং কন্ডিশনার
Published by: ABP Ananda
April 22, 2025
ভেজা চুল কখনই বাঁধবেন না, কারণ এই সময় চুলের গোড়া একেবারে নরম থাকে তাই ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে
Published by: ABP Ananda
April 22, 2025
চুল শুকিয়ে নিতে হবে প্রাকৃতিকভাবে, ভেজা চুলে হেয়ার ড্রায়ার কখনই নয়
Published by: ABP Ananda
April 22, 2025
গামছা বা তোওয়ালে দিয়ে খুব বেশি জোরে চুল মোছা যাবে না, এতে চুল ছিঁড়ে আসে
Published by: ABP Ananda
April 22, 2025
ভেজা চুলে গোড়া এমনই নরম হয়, এই সময় বিভিন্ন হেয়ার স্টাইলিং কিট ব্যবহারে আরও বেশি চুল ঝরে
Published by: ABP Ananda
April 22, 2025
স্নান করেই ভেজা চুল আঁচড়াবেন না, চুল একেবারে শুকিয়ে গেলে তবেই আঁচড়াবেন
Published by: ABP Ananda
April 22, 2025
চুলের জট ছাড়াতে এবং রক্ত সঞ্চালনা বাড়াতে স্নানের পর ব্যবহার করতে পারেন স্ক্যাল্প মাসাজার
Published by: ABP Ananda
April 22, 2025
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।