অনেক সবজি এবং ফলের রস করে আমরা খেয়ে থাকি সু-স্বাস্থ্যের জন্য।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তাই বলে সব সবজি কিংবা ফলের রস করে খাওয়া কিন্তু একেবারেই ঠিক নয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

জেনে নিন, কোন কোন ফল-সবজির রস করে খাবেন, আর কোনগুলির রস করে খাবেন না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কমলালেবুর রসের পরিবর্তে চিবিয়ে খাওয়াই ভাল। এই ফলে প্রচুর ফাইবার রয়েছে যা চিবিয়ে খাওয়া শরীরের পক্ষে ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আনারসের রস করে খেলে সুগার লেভেল বাড়তে পারে। তাই এই ফল টুকরো করে কেটে চিবিয়ে খাওয়াই শ্রেয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আপেলের রস খাবেন না। বরং আপেল চিবিয়ে খান। আপেল রস করে খেলে ব্রন এবং প্রদাহজনিত সমস্যা বাড়তে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আদা কাঁচা চিবিয়ে খাওয়ার থেকে রস করে খাওয়া ভাল। আদার রস ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। বদহজমের সমস্যা কমায়। সর্দি-কাশি হলে আরাম দেয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শসা টুকরো করেও খেতে পারেন, আবার রস করেও খেতে পারেন। শরীর হাইড্রেটেড রাখবে শসা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কম সুগার এবং ভিটামি সি যুক্ত পেয়ারা চিবিয়ে খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

লাউয়ের রস অনেকেই খেয়ে থাকেন। এই পানীয় দ্রুত ওজন কমাতে সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels