কাজের ফাঁকে খিদে পেলে খেতে পারেন আমন্ড, কাজু, আখরোট, পেস্তা- এইসব বাদাম।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বিভিন্ন ধরনের বাদাম আপনাকে কাজের ফাঁকে এনার্জির জোগান দেবে। তার ফলে ভালভাবে কাজ করতে পারবেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

হেলদি স্ন্যাকস হিসেবে কাজের ফাঁকে খেতে পারেন মাখানা। এই খাবার খেতে বেশ সুস্বাদু।

Published by: ABP Ananda

মাখানার মধ্যে ক্যালোরির পরিমাণ কম এবং প্রোটিন ও হেলদি ফ্যাট রয়েছে ভরপুর। আর খেতেও বেশ সুস্বাদু হয় মাখানা।

Published by: ABP Ananda

কাজের ফাঁকে খিদে পেলে কখনই খিদে চেপে থাকবেন না। এর জেরে আপনি তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবেন। তার ফলে কাজ করতে অসুবিধা হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কাজ করতে করতে এমন জিনিস খেতে হবে যা সহজে কাজের জায়গায় বসেই খেয়ে নেওয়া যাবে। এক্ষেত্রে সঙ্গে রাখুন ওটসের কুকিজ। পেট ভরে থাকবে দীর্ঘক্ষণ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অফিসে খিদে পেলে কাজের জায়গায় বসে সহজে খেয়ে নিতে পারবেন ইয়োগার্ট। চাইলে এর সঙ্গে একটু ফল মিশিয়ে নিন। দিতে পারবেন ড্রাই ফ্রুটস আর বাদামও।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ইয়োগার্ট অনেকক্ষণ আপনার পেট ভরিয়ে রাখবে। এই খাবারে ক্যালোরি কম। এছাড়াও ইয়োগার্টে থাকা উপকারী প্রোবায়োটিকস অন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কাজের মাঝে খিদে পেলে খেয়ে নিন পছন্দের ফল। সহজে খাওয়া যাবে। কাজ থেকে উঠতেও হবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আপেল, কলা, শসা, আঙুর - এই ফলগুলি সঙ্গে রাখুন। চাইলে সামান্য বিটনুন দিয়ে খেতে পারেন। তাহলে অ্যাসিডিটির সমস্যা দেখা দেবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels