হার্ট ব্লকেজের শুরুর দিকের লক্ষণ কী ?

এটি এমন একটি গুরুতর সমস্যা যে, সময়মতো বুঝে গেলে প্রাণ রক্ষা পেতে পারে

চলুন শুরুতে এর কী লক্ষণ দেখা যায় জেনে নেওয়া যাক

হার্ট ব্লকেজের প্রথম লক্ষণ, হাল্কা ব্যথা বা চাপ অনুভব, যা দৈহিক কসরতের পর বাড়তে পারে

সিঁড়ি চড়লে বা অল্পবিস্তর কসরত করলে যদি শ্বাস নিতে সমস্যা হয়, তাহলে এটা হৃদয় পর্যন্ত অক্সিজেন না পৌঁছানোর সংকেত হতে পারে

রক্তপ্রবাহ কম হলে মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হতে পারে। যাতে মাথা ঘুরতে পারে

পুরো আরাম করার পরেও যদি ক্লান্তি থাকে, তাহলে এটা হার্টের দুর্বলতার লক্ষণ হতে পারে

কোনো পরিশ্রম না করেও যদি ঘাম হতে থাকে, তাহলে এটা হৃদয়ে অনাবশ্যক চাপের কারণেও হতে পারে

পায়ে রক্তপ্রবাহ কম হওয়ার কারণে, হাঁটার সময় পায়ে ব্যথা হয়। এটাও হার্ট ব্লকেজের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে

বারবার গ্যাস, হজম না হওয়া , বুক-জ্বালার মতো সমস্যাও কখনো কখনো হার্ট ব্লকেজের লক্ষণ হতে পারে