স্মৃতিশক্তি বাড়াতে চাইছেন ? এই ৬টি সহজ টিপসেই দ্রুত মজবুত হবে স্মৃতি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এখন একসঙ্গে অনেক কিছু মনে রাখতে গিয়ে সব গুলিয়ে যায় মানুষের।

Image Source: Pexels

তবে সুদোকু, ক্রসওয়ার্ড বা শব্দছকের মত খেলা মস্তিষ্কের শক্তি বাড়াতে সাহায্য করে।

Image Source: Pexels

এই ব্রেনগেমগুলি নিত্যদিনের কাজে মনোযোগ বাড়াতেও সাহায্য করে।

Image Source: Pexels

স্মৃতি মজবুত করতে ডায়েটে রাখুন ওমেগা-থ্রি ও অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার।

Image Source: Pexels

মূলত মেডিটারিনিয়ান ডায়েট স্মৃতি ও মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখে।

Image Source: Pexels

মাল্টিটাস্কিংয়ের অভ্যাস সরিয়ে একবারে একটি কাজেই বেশি মনোযোগ দিতে হবে।

Image Source: Pexels

প্রতিদিন নতুন কিছু স্কিল শেখার দিকে নজর দিন।

Image Source: Pexels

সবথেকে গুরুত্বপূর্ণ হল ঘুম। দিনে ৭-৮ ঘণ্টা ভাল ঘুম স্মৃতি মজবুত করে।

Image Source: Pexels