হার্টে ব্লকেজ হচ্ছে কি না, তা যদি আগেভাগেই বুঝে ফেলতে পারেন, তাহলে বিপদের ঝুঁকি অনেকটাই কমে যায়।

Published by: ABP Ananda
Image Source: freepik

যদি আগেভাগেই বুঝে ফেলতে পারেন, হার্টের সমস্যা, বড় বিপদ এড়ানো যায়

Image Source: freepik

হার্টে ব্লকেজ হচ্ছে কি না, পরীক্ষা ছাড়া অনুমান করবেন কীভাবে

Image Source: pexels

হার্ট ব্লকেজের প্রথম লক্ষণ হল বুকে হালকা ব্যথা, জ্বালা বা চাপ অনুভব করা

Image Source: freepik

যদি সিঁড়ি দিয়ে উঠলে বা সামান্য কিছু করলে হাঁপ ধরে তাহলে সতর্ক থাকুন

Image Source: freepik

বিশ্রামের সময়েও মনে হতে পারে বুকে ভারী পাথর চাপিয়ে দেওয়া হয়েছে যেন, সঙ্গে মাথা ঘুরতে পারে।

Image Source: pexels

যদি সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরেও ক্লান্তি থাকে তবে এটি হার্টের দুর্বলতার লক্ষণ হতে পারে

Image Source: pexels

যদি কোনো পরিশ্রম ছাড়াই ঘাম দেয়, তবে এটি হৃদযন্ত্রের উপর অতিরিক্ত চাপের লক্ষণ হতে পারে।

Image Source: pexels

পায়ে রক্ত ​​প্রবাহ কমে যাওয়ার কারণে হাঁটতে কষ্ট হওয়াও হার্ট ব্লকেজের লক্ষণ হতে পারে

Image Source: pexels

বারবার গ্যাস, অম্বল বা বুক জ্বালার অনুভূতি হার্ট ব্লকেজের লক্ষণ হতে পারে

Image Source: pexels