লিভারের মত হার্টও কি ফ্যাটি হতে পারে ? কী কী সতর্কতা জরুরি ?

Published by: ABP Ananda
Image Source: pexels

বর্তমানে লিভারে ফ্যাট জমা হওয়া একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

Image Source: pexels

একইভাবে, হৃদপিণ্ডেও ফ্যাট জমা হতে পারে এবং এটি ফ্যাটি লিভারের মতোই গুরুতর।

Image Source: pexels

যখন হৃদপিণ্ডের আশেপাশে বেশি চর্বি জমা হয়, তখন একে ফ্যাটি হার্ট বলে।

Image Source: pexels

চিকিৎসা পরিভাষায়, এটিকে এপিকার্ডিয়াল ফ্যাট অ্যাকিউমুলেশন বলা হয়।

Image Source: pexels

ফ্যাটি হার্টের কারণে হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো সমস্যা হতে পারে।

Image Source: pexels

স্থূলতা, জাঙ্ক ফুড, কম শারীরিক কার্যকলাপ এবং মদ্যপান-সিগারেটের কারণে হৃদপিণ্ডে ফ্যাট জমা হয়।

Image Source: pexels

বুকের মধ্যে ভার অনুভব হওয়া, দ্রুত ক্লান্ত হয়ে পড়া, শ্বাসকষ্ট হওয়া বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া ফ্যাটি হার্টের লক্ষণ।

Image Source: pexels

এটা শনাক্ত করতে ECG, Echo, MRI, CT Scan এবং লিপিড প্রোফাইল টেস্ট করানো হয়।

Image Source: pexels

যদি সময় থাকতে মনোযোগ না দেওয়া হয়, তাহলে ফ্যাটি হার্ট মারাত্মক প্রাণঘাতী হতে পারে।

Image Source: pexels