যত দক্ষতাই থাকুক না কেন, CV-ই উল্টোদিকের মানুষ প্রথম দেখেন, তাই সেখানে পেশাদারিত্ব দেখাতে হবে

Published by: ABP Ananda

অনেক সময় ব্যক্তিগত জীবনের প্রভাব পড়ে কাজের ক্ষেত্রেও, তাতে কর্মক্ষমতাও কমে যায়

Published by: ABP Ananda

প্রথম দেখায় অন্য জন কী অনুভব করছেন, তা গুরুত্বপূর্ণ, নেতিবাচক মনোভাবে পড়তে

Published by: ABP Ananda

আত্মবিশ্বাস ভাল কিন্তু অতিরিক্ত নয়, সে বিষয়ও নজর দিতে হবে

Published by: ABP Ananda

আপনি যা কাজ পারেন, তার সবটাই উল্লেখ করতে হবে, কোনও একটা বাদ গেলে হয়ত সেটাই কারণ হয়ে দাঁড়াতে পারে

Published by: ABP Ananda

পূর্বতন বা বর্তমান কর্মক্ষেত্রের জন্যও অনেক সময় নতুন চাকরি পাওয়া যায় না

Published by: ABP Ananda

কোন ক্ষেত্রে আবেদন করছে, সে সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে হবে

Published by: ABP Ananda

অনেক সময় সব ধাপ পেরিয়ে যাওয়ার পরও ইন্টারভিউতে গিয়ে চাকরি মেলে না, সব প্রশ্ন বুঝে উত্তর দিতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda