সারাক্ষণ কিছু নিয়ে চিন্তাভাবনা চলছে আপনার মাথায়। অতীতের খুঁটিনাটি নিয়ে বেশি চিন্তা করছেন। এমন অভ্যাস অ্যাংজাইটির লক্ষণ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কোনও সাধারণ বিষয়ে অতিরিক্ত চিন্তা করাও উৎকণ্ঠা বা উদ্বেগের লক্ষণ। এর থেকে হতে পারে প্যানিক অ্যাটাক।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেকেই অফিসে কাজ নিয়ে ভীষণ টেনশনে থাকেন। কাজে কিছু ভুল হল কিনা এই চিন্তায় রাতের ঘুম উড়ে যায়। এমন হলে বুঝবেন অ্যাংজাইটি রয়েছে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেকে কাজের ব্যাপারে খুব বেশি খুঁতখুঁতে। ভাবেন তিনি না করলে ওই কাজ সম্পন্নই হবে না। এই লক্ষণও অ্যাংজাইটি থাকলে দেখা যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেকে আবার সাধারণ কাজেও ভয় পেয়ে কোনওমতে পালিয়ে বাঁচতে চান। অল্পেই ভয় পেয়ে যাওয়াও অ্যাংজাইটির কারণেই হয়ে থাকে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দিনে-রাতে কাজের ফাঁকে মাঝে মাঝেই অনেকের তীব্র মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এই মাথা ব্যথার অন্যতম কারণ কিন্তু উৎকণ্ঠা বা উদ্বেগ হতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সামান্য ঘটনা নিয়ে অতিরিক্ত ভাবনাচিন্তা, টেনশন করার অভ্যাস থাকলে বুঝতে হবে অ্যাংজাইটি ইস্যু রয়েছে। অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অফিসের কাজ নিয়ে টেনশনের জেরে যদি রাতের পর রাত ঠিকভাবে ঘুম না হয় তাহলে বুঝতে হবে অ্যাংজাইটি বেড়েছে আপনার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অতীতের ঘটনাবলী নিয়ে বিশেষ করে খুঁটিনাটি নিয়ে অনেকেই প্রায় রোজ ভাবতে বসেন। বেশিরভাগ ক্ষেত্রেই থাকে অতীতের খারাপ ঘটনা নিয়ে ভাবনা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অতীতের খারাপ স্মৃতি নিয়ে ভাবতে বসে চুলচেরা বিশ্লেষণ করা, নিজে ঠিক না ভুল তার বিচার করার লক্ষণও হাই অ্যাংজাইটির কারণে দেখা যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels