এক কাপ আমন্ড, অর্ধেক কাপ ওয়ালনাট, পেস্তা, কাজু, ওটস, মিষ্টি ছাড়া গুঁড়ো দুধ এবং দু টেবিল চামচ কুমড়ো বীজ, তরমুজের বীজ, সূর্যমুখী বীজ, চিয়া সিডস
Published by: ABP Ananda
November 18, 2024
প্রথমে এক কাপ আমন্ড ড্রাই রোস্ট করে আলাদা করে রেখে দিতে হবে
Published by: ABP Ananda
November 18, 2024
ওই একই পাত্রে ওয়ালনাট, পেস্তা, কাজু অল্প আঁচে ভেজে নিতে হবে
Published by: ABP Ananda
November 18, 2024
এরপর হালকা করে ভাজতে হবে কুমড়ো, তরমুজ এবং সূর্যমুখীর বীজ
Published by: ABP Ananda
November 18, 2024
সবশেষে ওটস দিতে হবে ওই প্যানে। এমনভাবে ভাজতে হবে যেন সেটা মুচমুচে হয়
Published by: ABP Ananda
November 18, 2024
সব ভাজার পর একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে তাতে মেশাতে হবে চিয়া সিডস
Published by: ABP Ananda
November 18, 2024
এবার ওই মিশ্রণ ঢেলে দিতে হবে মিক্সার মেশিনে, ভাল করে গুঁড়ো করে নিতে হবে ওই মিশ্রণ
Published by: ABP Ananda
November 18, 2024
ওই গুঁড়োর সঙ্গে অর্ধেক কাপ গুঁড়ো দুধ মেশাতে হবে, তবে তা যেন সুগার ফ্রি হয়
Published by: ABP Ananda
November 18, 2024
এভাবেই তৈরি হয়ে যাবে প্রোটিন পাউডার, বন্ধ কৌটোতে ঢেলে ২ মাস পর্যন্ত ব্যবহার করা যায়
Published by: ABP Ananda
November 18, 2024
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।