চুলে হাইলাইটস বা রং করার আগে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে, যার মধ্যে প্রধান চুলের যত্ন

Published by: ABP Ananda

চুলে কৃত্রিম রং প্রয়োগে চুলের কিছু সমস্যা হতে

Published by: ABP Ananda

রং টিকে থাকবে এমন শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

এমন কন্ডিশনার ব্যবহার করতে হবে যাতে রয়েছে নারকেল দুধ, অর্গ্যান ওয়েল, চালের জল

Published by: ABP Ananda

বারবার চুল শ্যাম্পু করার প্রবণতা কমাতে হবে, পরিবর্তে চুল ধুয়ে নিন

Published by: ABP Ananda

চুলের বিভিন্ন স্টাইলিং কিট ব্যবহার বন্ধ করতে হবে, এমন কিছু ব্যবহার করা যাবে না, যাতে গরম হাওয়া বেরোয়

Published by: ABP Ananda

সূর্যের অতিবেগুনি রশ্মি চুলের ক্ষতি করে, তাই যতটা সম্ভব রোদ থেকে দূরে রাখতে হবে

Published by: ABP Ananda

নির্দিষ্ট সময় অন্তর চুল ট্রিম করতে হবে, ব্যবহার করতে হবে হেয়ার মাস্ক

Published by: ABP Ananda

চুল ধোওয়া বা শ্যাম্পু করার জন্য মিনারেল ওয়াটার ব্যবহার করলে রং হবে দীর্ঘস্থায়ী

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda