ব্রেন টিউমারের ঝুঁকি সবথেকে বেশি এই ব্যক্তিদের

Image Source: Freepik

আজকাল মানুষের মধ্যে ক্যানসার ও ব্রেন টিউমারের মাত্রা অত্যধিক হারে বেড়ে গিয়েছে।

Image Source: Freepik

ব্রেন টিউমারের ক্ষেত্রের মস্তিষ্কের কোশগুলির অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়।

Image Source: Freepik

এই ব্রেন টিউমার প্রাণঘাতীও হতে পারে।

Image Source: Freepik

সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপির মাধ্যমে এটির চিকিৎসা করা হয়।

Image Source: Freepik

এই ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি শিশু ও বৃদ্ধদের।

Image Source: Freepik

গ্লিওবাস্টোমার মত টিউমর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে।

Image Source: Freepik

৮৫ থেকে ৮৯ বছর বয়সীদের মধ্যে এই ঝুঁকি অনেক বেশি থাকে।

Image Source: Freepik

মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে ব্রেন টিউমারের সম্ভাবনা বেশি থাকে।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik