চর্বি কমাতে চা? আজ্ঞে হ্যাঁ.. সত্যিই এমন কিছু কিছু চা রয়েছে, যেটা খেলে চর্বি কমতে পারে।

Published by: ABP Ananda
Image Source: pexels

চর্বি কমানোর জন্য বেশ কিছু চা রয়েছে, যেগুলোকে উপকারী বলে মনে করা হয়।

Image Source: pexels

গ্রীন টি মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট বার্নিংয়ে সাহায্য করে

Image Source: pexels

লেমন টি শরীরকে ডিটক্স করে পাশাপাশি, ওজন কমাতে সাহায্য করে

Image Source: pexels

আদা চা হজম ক্ষমতা বাড়ায় এবং শরীরের চর্বি কমাতে সাহায্য করে

Image Source: pexels

দারুচিনি যুক্ত চা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং খিদে কমায়

Image Source: pexels

মৌরীযুক্ত চা ফোলাভাব কম করে এবং মেটাবলিজমকে ত্বরান্বিত করে

Image Source: pexels

বিভিন্ন রকমের হার্বাল চা শরীরকে ডিটক্স করে এবং ওজন কমাতে সহায়ক।

Image Source: pexels

গ্রীন টি এবং কালো চায়ের মিশ্রণে তৈরি ওলোং চা ফ্যাট বার্ন করে আর ওজম কমাতে সাহায্য করে

Image Source: pexels

তবে শুধু চা খেলেই হবে না, চায়ের সঙ্গে সঙ্গে সুষম আহারও ভীষণ জরুরি।

Image Source: pexels