বাজারে বিভিন্ন ব্র্য়ান্ডের কাজল পাওয়া যায়, কালো বাদে রয়েছে একাধিক বিকল্প



কিন্তু অনেক সময় কাজলে চোখ জ্বালা করে, তাই ঘরোয়া উপাদানে বাড়িতেই তৈরি করা সম্ভব



অ্যালোভেরা - ক্যাস্টর অয়েল কাজলের জন্য লাগবে চন্দন পেস্ট, অ্যালোভেরা জেল, ক্যাস্টর অয়েল, মসলিন কাপড়, প্রদীপ, স্টিলের গ্লাস, তামার প্লেট



চন্দন পেস্ট মসলিন কাপড়ে রোদে শুকিয়ে নিয়ে তাতে জোয়ান দিয়ে রাখতে হবে প্রদীপে



ক্যস্টর ওয়েল দেওয়া প্রদীপ জ্বালিয়ে তার উপরে রাখতে হবে অ্যালোভেরা জেল মাখানো তামার প্লেট



প্রদীপ জ্বালিয়ে তামার প্লেটে কালি সংগ্রহ করতে হবে, এরপর একটি পাত্রে ঢেলে সামান্য ক্যাস্টর মিশিয়ে স্টোর করতে হবে



ঘি, আমন্ড ওয়েলের কাজলে লাগবে আমন্ড, তুলো, প্রদীপ, ঘি, তামার প্লেট,



প্রদীপে ঘি দিয়ে তুলো রেখে প্রদীপ জ্বালিয়ে তাতে কাঁটা চামচ দিয়ে ধরতে হবে আমন্ড



প্রদীপের উপরে রাখতে হবে তামার প্লেট, আমন্ড পুড়ে গেলে তামার প্লেটে জমা কালি নিয়ে কৌটোতে ভরে রাখতে হবে



ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।