হালকা রঙের জামা পরতে অনেকেই পছন্দ করেন, এক্ষেত্রে সাদার জুড়ি মেলা ভার সাদা জামা পরলে তা নোংরা হওয়ার আশঙ্কা থাকে বেশি, বিশেষত তা বাড়ে বর্ষায় তাই বর্ষায় সাদা পোশাকের যত্নও করতে হবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে সাদা পোশাক ধোওয়ার সময় যেন অন্য রঙের পোশাক যেন না থাকে সামান্য গরম জলে সাদা জামা ভিজিয়ে দিতে হবে দুই চা চামচ বেকিং সোডার সঙ্গে লেবু এবং ভিনিগার মেশাতে হবে, এবার তা দিতে হবে ওই জলে ভাল ফল পেতে রাতভর ওই জলে সাদা জামা ভিজিয়ে রাখা যায় দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখার পর, ওয়াশিং মেশিনে বা হাতে কেচে নিতে হবে জামা কাচা হলে সরাসরি রোদে মেলবেন না, ছায়ায় মেলতে হবে জামা শুকানোর পর পরিষ্কার কাগজে মুড়ে রেখে দিতে হবে