আদায় আছে আরামদায়ক উপাদান, সর্দি কাশি সহ পেট ফাঁপার সমস্যা দূর হয়, তাতে হজমও হয় সহজে

Published by: ABP Ananda

গরম জলে লেবু দিয়ে পান করলে হজম হতে পারে, টক্সিন দূর হয়, পেট ব্যথা কমতে পারে

Published by: ABP Ananda

মন এবং মাথাকে শান্ত রাখতে যথেষ্ট বিশ্রাম নিতে হবে, তাতে বদহজমের সমস্যা মিটবে

Published by: ABP Ananda

সহজ পাচ্য খাবার খেতে হবে, যাতে তা দ্রুত হজম হয়ে যায়, বাইরের খাবার এড়িয়ে চলাই শ্রেয়

Published by: ABP Ananda

পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে, তাতে খাবার দ্রুত হজম হবে শরীর থেকে টক্সিন বেরিয়ে গেলে কোষ্ঠকাঠিন্য দূর হবে

Published by: ABP Ananda

বিভিন্ন হার্বাল চা পেটে আরাম দেয়, কমে পেট ফাঁপার সমস্যাও

Published by: ABP Ananda

পেট ফাঁপা এবং হজমের সমস্যা হলে যোগাসন শুরু করতে পারেন

Published by: ABP Ananda

জলে মিশিয়ে পান করতে পারেন অ্যাপল সিডার ভিনিগার, তাতে কমে অ্যাসিডিটি এবং বদহজমের সমস্যাও

Published by: ABP Ananda

পেট ব্যথা লাগাতার হতে থাকলে গরম সেক দিতে পারেন

Published by: ABP Ananda

পেশিকে আরাম দেয় পিপারমেন্ট ওয়েল, পেট ব্যথা হলে তা থেকেও দিতে পারে মুক্তি

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda