শোওয়ার আগে দুধ পান করলে কতটা উপকার পাওয়া যায় ? আপনি কি জানেন শোওয়ার আগে দুধ পান করা কতটা উপকারী ? চলুন এর উপকারিতা জেনে নেওয়া যাক সবার প্রথমে বলতে হলে, এতে ঘুম ভাল হয় হাড় মজবুত হয় তৃতীয় উপকার বলতে হলে, দুধ হাইড্রেট থাকতে সাহায্য করে স্ট্রেস কমাতে পারে পঞ্চম, রোগ প্রতিরোধ ক্ষমতা ও এনার্জি বাড়ায় ইন্টেস্টাইনাল সিস্টমকে সুস্থ রাখতে পারে দুধ সপ্তম, হার্টের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে