সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে, তাতে বলিরেখা পড়ে না

Published by: ABP Ananda

দিনভর পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে, তাতে ত্বক টানটান হয়

Published by: ABP Ananda

অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন যুক্ত অ্যালোভেরা ত্বককে সতেজ রাখে, অকাল বার্ধক্য রোধ করে

Published by: ABP Ananda

স্বাস্থ্যকর ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ অলিভ ওয়েল দিয়ে মাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে

Published by: ABP Ananda

দই এবং হলুদের মিশ্রণ ত্বক উজ্জ্বল করে এবং বলিরেখার আশঙ্কাও দূর করে

Published by: ABP Ananda

ত্বকের গ্রন্থি বন্ধ করে মুলতানি মাটি, অতিরিক্ত তেল শুষে নেয় পাশাপাশি ত্বক করে টানটান

Published by: ABP Ananda

মুখের যোগাসন করলে রক্ত সঞ্চালন বাড়ে, ত্বক ঝুলে পড়ার আশঙ্কা থাকে

Published by: ABP Ananda

ত্বক শুষ্ক হওয়ার আশঙ্কা কমিয়ে তক করে টানটান, দূরে থাকে বলিরেখাও

Published by: ABP Ananda

কমলালেবুর খোসায় আছে ভিটামিন C, যা কোষ সতেজ রাখে এবং অকাল বার্ধক্যের আশঙ্কা কমায়

Published by: ABP Ananda

ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আমন্ড রোজ খেলে ত্বক টানটান হয়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda