কাজুতে রয়েছে ভিটামিন E, যা দূষণ, অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে

Published by: ABP Ananda

ভেজানো কাজুতে পুষ্টিগুণ বেশি, ম্যাগনেসিয়ামে সমৃদ্ধ হওয়ায় পেশি ও নার্ভের জন্য প্রয়োজনীয়

Published by: ABP Ananda

কাজু জলে ভিজিয়ে খেলে তাতে হজম হওয়ার প্রক্রিয়াও সহজ হয়

Published by: ABP Ananda

কাজু ভেজানো থাকলে তাতে অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা বৃদ্ধি পায়, তাতে ত্বক এবং চুলও সুন্দর হয়

Published by: ABP Ananda

কাজুতে মনোআনস্যাচুরেটেড এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাট থাকে, ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং শুষ্কতা প্রতিরোধ করতে পারে

Published by: ABP Ananda

কাজু কোলাজেন এবং ইলাস্টিন তৈরিতে সাহায্য করে, তাতে ত্বকে পড়ে না বয়সের ছাপ

Published by: ABP Ananda

কাজুতে জিঙ্ক থাকে, যা প্রদাহ নিয়ন্ত্রণ করতে এবং তেল নিয়ন্ত্রণে সাহায্য করে

Published by: ABP Ananda

কাজুতে আছে প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে

Published by: ABP Ananda

কাজু খেলে কেরাটিন উৎপাদন হতে পারে, এই প্রোটিন চুলের স্বাস্থ্য ভাল রাখে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda